Menu
ডাক বিভাগের ডিজিটাল লেনদেন
ট্রেড লেটার নং: ০৭২১/উদ্যোক্তা/০০১
১লা জুলাই, ২০২১
সম্মানিত উদ্যোক্তা বন্ধু,
বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি, আপনি সুস্থ এবং নিরাপদে থেকে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন। আপনি জানেন যে, বিশ্বের বিভিন্ন দেশের মত আমাদের দেশেও করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বাড়ছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আপনার বিনিয়োগকৃত অর্থের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ করে দিতে ‘নগদ’ নিয়ে এসেছে একটি বিশেষ উদ্যোগ।
‘নগদ’ এর এই উদ্যোগের মাধ্যমে আপনি যত বেশী বিনিয়োগ করবেন অতিরিক্ত আয় হিসাবে তত বেশী মুনাফা প্রাপ্ত হবেন। আপনার ‘নগদ’ উদ্যোক্তা একাউন্ট-এ জমাকৃত টাকার পরিমানের উপর বাৎসরিক সর্বোচ্চ শতকরা ৬% হারে মুনাফা প্রাপ্ত হবেন। অর্জিত মুনাফার অর্থ প্রতিমাসে আপনার ‘নগদ’ উদ্যোক্তা একাউন্টে প্রদান করা হবে। নিচের টেবিল অনুযায়ী মুনাফা প্রাপ্ত হবেন:
মুনাফা পাবার শর্তাবলী:
১. জমাকৃত টাকার পরিমান ৩ লাখ টাকার বেশী হলে, ৩ লাখ টাকা পর্যন্ত ৬% হারে মুনাফা প্রাপ্ত হবেন।
২. আপনার উদ্যোক্তা ‘নগদ’ একাউন্ট এর দিন শেষের ব্যালেন্সের উপর মুনাফা প্রদান করা হবে।
৩. মুনাফা পাবার জন্য কোন নির্দিষ্ট সংখ্যক লেনদেন করা বাধ্যতামূলক নয়।
৪. মুনাফা পাবার জন্য কোন একাউন্ট মেইনটেন্যান্স ফিস বা গড় ব্যালেন্স ফিস প্রযোজ্য নয়।
৫. দেশের প্রচলিত আইন অনুযায়ী আয়কর ও মূল্য সংযোজন কর প্রযোজ্য হবে।
৬. অর্জিত মুনাফার অর্থ মাস শেষে প্রদান করা হবে।
৭. প্রদত্ত মুনাফার হার ১লা জুলাই ২০২১ হতে কার্যকর।
নিজের ‘নগদ’ একাউন্টের পিন নিজেই রিসেট করুন
এখন হতে ‘নগদ’ এর গ্রাহকগণ তার ‘নগদ’ একাউন্টের ভুলে যাওয়া পিন বা নতুন পিন নিজেই সেট করতে পারবেন। গ্রাহক নিজের মোবাইল দিয়ে নিজেই ইউএসএসডি (USSD) এর মাধ্যমে খুব সহজেই তার ‘নগদ’ একাউন্টের পিন রিসেট করে নিতে পারবেন। নিচে ইউএসএসডি (USSD) এর মাধ্যমে পুনরায় পিন রিসেট করার পদ্ধতি দেয়া হলো :
তাই এই সকল সুবিধা গ্রহন করার জন্য গ্রাহকদের ‘নগদ’ একাউন্ট ব্যবহারে উদ্বুদ্ধ করুন এবং নিজে লাভবান হউন। আশা করি, উপরিউক্ত অফারসমূহ আপনার ব্যবসায়িক সাফল্যে অবদান রাখতে পারবে। আমরা সব সময়ই আপনার পাশে আছি এবং থাকবো।
————————————————–
মো: সিহাব উদ্দিন চৌধুরী
চিফ সেলস অফিসার
* শর্ত প্রযোজ্য